কক্সবাজার সৈকতে ভেসে এলো ৪৮ ফিট লম্বা মৃত তিমি (ভিডিওসহ)

কক্সবাজারের হিমছড়ি সৈকতে ৪৮ ফিট লম্বা একটি অর্ধগলিত তিমি ভেসে এসেছে। এটি নীল তিমি প্রজাতির একটি তিমি বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আজ শুক্রবার (৯এপ্রিল) সকালে হিমছড়ি মেরীন ড্রাইভ সংলগ্ন সৈকতে তিমিটি দেখতে পায় স্থানীয়রা। সংবাদ পেয়ে বিকেলে জেলা প্রশাসক মামুন উর রশিদসহ ও পরিবেশ অধিদপ্তরের একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহবুব ‘বার্তা বাজার’কে বলেন- নীল তিমি প্রজাতির এই তিমিটি স্বাভাবিক ভাবে বাংলাদেশের জলসীমায় দেখা যায়না। ধারনা করা হচ্ছে, ৪৮ ফিল লম্বা এই তিমিটি অন্তত সপ্তাহ খানেক আগেই মারা যাওয়ার কারনে শরীরের বিভিন্ন অংশে পছন ধরেছে। এটির ওজন সম্পর্কেও সঠিক ধারনা করা যাচ্ছেনা। তিমিটিকে ডাঙ্গায় তোলার চেষ্টা করা হচ্ছে। ডাঙ্গায় তোলা হলে নমুনা সংগ্রহ করে ঢাকা ল্যাবে পাঠানো হবে। ল্যাবের রিপোর্ট হাতে পেলেই বিস্তারিত জানা যাবে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

খাঁন মাহমুদ আইউব/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর