অন্যরকম ডাবল সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে পোলার্ড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের উদ্বোধনী ম্যাচে আজ মাঠে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচে দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন মুম্বাইয়ের উইন্ডিজ তারকা কাইরন পোলার্ড। আর মাত্র দুটি ছক্কা হাঁকাতে পারলেই আইপিএলের ইতিহাসে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ২০০টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়বেন পোলার্ড।

এখন পর্যন্ত ১৬৪ ম্যাচ খেলে ১৯৮টি ছক্কা হাঁকিয়েছেন পোলার্ড। আইপিএলে এই কীর্তি সবার আগে করেছেন পোলার্ডের স্বদেশি ক্রিস গেইল। আইপিএলে এখন পর্যন্ত ৩৪৯টি ছক্কা হাঁকিয়েছেন গেইল।

২৩৫টি ছক্কা হাঁকিয়ে তালিকায় দুইয়ে আছেন দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্স। সেরা পাঁচের বাকি তিনটি পজিশন ভারতীয়দের দখলে। আইপিএলে এখন পর্যন্ত ২১৬টি ছক্কা হাঁকিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

২১৩টি ছক্কা হাঁকিয়ে তালিকায় চারে আছেন রোহিত শর্মা। অন্যদিকে ২০১টি ছক্কা হাঁকিয়েছেন বিরাট কোহলি। এবার ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এ কীর্তি গড়ার দ্বারপ্রান্তে পোলার্ড।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর