আজ থেকে খুলছে দোকান-শপিংমল

আজ শুক্রবার থেকে দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার নির্দেশ দিয়েছে সরকার। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল ও মার্কেট খোলা থাকবে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে এক প্রজ্ঞাপণ জারির মাধ্যমে এই ঘোষণা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

জারিকৃত প্রজ্ঞাপনে কঠোর স্বাস্থ্যবিধি মানার কথা বলা হয়। অন্যথায় আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।

লকডাউউন শুরুর পর থেকে শপিংমল ও বিপণীবিতান খোলা রাখার দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। এ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভও করেন তারা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্যবসায়ীদের দাবি, রমজানের জন্য সারা বছর অপেক্ষায় থাকেন তারা। আর এ সময়ের বেচা-বিক্রি দিয়েই চলেন পুরো বছর।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর