বাংলাদেশ গেমসে জবির ২ শিক্ষার্থীর স্বর্ণ জয়

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ২০২০’ -এ একইদিনে স্বর্ণ জয় করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২ শিক্ষার্থী।

বুধবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শারীর চর্চা শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক গৌতম কুমার দাস মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন।

কারাতে ইভেন্টের অনূর্ধ্ব ৫৫ কেজিতে সেনাবাহিনীর হয়ে স্বর্ণ জিতেছেন জবির চারুকলা বিভাগের ১৪ব্যাচের শিক্ষার্থী মারজান আক্তার প্রিয়া। একই ইভেন্টে অনূর্ধ্ব ৬৭ কেজিতে আনসারের হয়ে স্বর্ণ জিতেছেন জবির নাট্যকলা বিভাগের ১৫ব্যাচের শিক্ষার্থী জর্জিস আনোয়ার নাঈম।

এরআগে ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে স্বর্ণ জেতেন মারজান আক্তার প্রিয়া। চলতিবছর ২৬ তম জাতীয় কারাতের ৬৭ কেজি শ্রেণিতে (ফাইট) বাংলাদেশ আনসার টিমের হয়ে স্বর্ণপদক (প্রথম স্থান) অর্জন করেন জর্জিস আনোয়ার নাইম।

উল্লেখ্য, বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ১ এপ্রিল শুরু হয়েছে, চলবে ১১ এপ্রিল পর্যন্ত। দেশব্যাপী সাতটি জেলার ২৯টি ভেন্যুর এই ক্রীড়াযজ্ঞে ৩১ ডিসিপ্লিনের ৫৩০০ ক্রীড়াবিদ ১২৭১টি পদকের জন্য লড়বেন।

মোঃসুমন/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর