ইবিতে পূর্বের নিয়মেই ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছপদ্ধতিতে অংশ নিলেও ‘ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা’ অনুষদে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা পূর্বের নিয়মে ‘ডি’ ইউনিটের অধীনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান এই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা ২০১৯-২০ শিক্ষা বর্ষের মতই বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ডি ইউনিটের অধীনে এ পরীক্ষা সংক্রান্ত প্রশ্নপত্র প্রণয়নসহ যাবতীয় কার্যাদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে। এছাড়া অন্যান্য অনুষদের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান বলেন, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ পৃথকভাবে বিগত বছরগুলোতে যেভাবে পরীক্ষা গ্রহণ করেছে ঠিক সেভাবেই এবছরও পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে একইভাবে শুধুমাত্র মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

মোস্তাফিজ রাকিব/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর