আশাশুনিতে পল্লী বিদ্যুৎ’র এজিএম’র সাথে গ্রাহকদের মতবিনিময়

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আশাশুনি সাব জোনাল অফিসের এজিএম মধুসুদন রায়ের সাথে নতুন গ্রাহকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলার আশাশুনি পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

“দালাল ও ভোগান্তি ছাড়াই বিদ্যুৎ সংযোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় পল্লী বিদ্যুতের এজিএম মধুসুদন রায় সাধারণ গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, পল্লী বিদ্যুতের নতুন সংযোগ স্থাপন ও যে কোন সমস্যায় আপনারা সরাসরি আমার সাথে কথা বলুন। কোন প্রকার দালালের খপ্পরে পড়বেন না। খুটি স্থাপন থেকে শুরু করে বাড়ীতে বিদ্যুৎ সংযোগ পেতে রিসিট ছাড়া কাউকে কোন টাকা দিবেন না। মতবিনিময় শেষে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের নতুন সংযোগ স্থাপনের লক্ষ্যে শতাধিক গ্রাহক বিনা ভোগান্তিতে মিটার আবেদন জমা দেন। এসময় সাংবাদিক শেখ বাদশা, এস এম শাহীন আলম, কোলা ইউপি সদস্য কামরুজ্জামানসহ প্রায় শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর