মামুনুল হককে নিয়ে আপত্তিকর পোস্ট: গ্রেফতার যুবলীগ নেতার জামিন

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক ও এক নারীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় সুনামগঞ্জের তাহিরপুরে গ্রেফতার সেই যুবলীগ নেতা জয়ের জামিন দিয়েছেন আদালত।

সোমবার ( ৫ এপ্রিল) বিকালে জুডিশিয়াল ম্যাসজিট্রের রাগিব নূর জামিনের আদেশ দেন তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন যুবলীগ নেতা এমাদ আহমেদ জয়কে।

এর আগে সকালে পুলিশ বাদী হয়ে যুবলীগ নেতার নামে একটি মামলা দায়ের করেন। পরে সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

যুবলীগ নেতা জয়ের জামিনের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সুনামগঞ্জের কোর্ট পরিদর্শক সেলিম নেওয়াজ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩ এপ্রিল) বিকেলে এক নারীর অশ্লীল ছবির সঙ্গে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হকের ছবিযুক্ত করে এমাদ আহমদ জয় তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। এনিয়ে আলেম সমাজ ও হেফাজত অনুসারীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশের নজরে আসে। এরপর এমাদকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর