আরেকটি মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি

স্পোর্টস রিপোর্টার: আবারও শচীন টেন্ডুলকারকে টপকে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। ভারতীয় ব্যাটিং গ্রেটকে পেছনে ফেলে ওয়ানডের দ্রুততম ১১ হাজার রানের ক্লাবে এই ডানহাতি ব্যাটসম্যান।

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে ভারতের চতুর্থ ম্যাচে এই রেকর্ড গড়লেন কোহলি। ক্যারিয়ারের ২২২তম ইনিংসে ৫৭ রান করে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ভারতীয় লিটল মাস্টারের চেয়ে ৫৪ ইনিংস কম খেলেছেন ভারত অধিনায়ক। ২৭৬ ইনিংস খেলে শচীন ১১ হাজার রানের ঘরে পৌঁছান ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে।

গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ হাজার ওয়ানডে রানের ঘরে পৌঁছান কোহলি। এই কীর্তি গড়ার পথেও শচীনকে টপকে গিয়েছিলেন তিনি। ১০ হাজারি ঘরে পৌঁছাতে তার সময় লেগেছিল ২০৫ ইনিংস। এর আগে এবি ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলে দ্রুততম ৯ হাজার ও ৮ হাজার রানের রেকর্ড গড়েন কোহলি।

২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায় ওয়ানডে অভিষেক হয় কোহলির। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নামার আগে ২২৯ ম্যাচে ৪১ সেঞ্চুরি ও ৫০টি হাফসেঞ্চুরি তার।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর