বউ ভাতের অনুষ্ঠানে বরের দেড় বছরের কারাদণ্ড, কনের ১ মাস

যশোরের কেশবপুরে বউ ভাতের অনুষ্ঠানে বরকে এক বছর ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বরকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়।শাস্তি পেয়েছেন নবাগত স্ত্রীও।

মূলত বাল্য বিবাহের কারণে এমন শাস্তি পেলেন হবু স্বামী।যা নিয়ে এলাকে ঘিরে চলছে আলোচনা-সমালোচনা।

শুধু স্বামী নয়, কনের বয়স কম থাকায় তাকে ১ মাসের জন্য যশোর শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে।

কেশবপুর থানার ডিউটি অফিসার শ্যামল কুমার জানান, কেশবপুরের জাহানপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মোস্তাফিজুর রহমান পার্শ্ববর্তী অভয়নগর উপজেলার গোলগ্রামের আজিজুর রহমার খানের নাবালিকা মেয়েকে বিয়ে করে নিয়ে আসেন। মেয়ের বয়স ১৮ বছর হয়নি জানতে পেরে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মিজানুর রহমান শনিবার সন্ধ্যায় ছেলের বাড়িতে অভিযান পরিচালনা করেন।

কনে অপ্রাপ্তবয়স্ক প্রমাণিত হওয়ায় বাল্যবিয়ের অপরাধে তাদের জেল জরিমানা করা হয়। রোববার সকালে বরকে যশোর কারাগারে ও কনেকে সংশোধনাগারে পাঠানো হয়েছে বলে জানান ডিউটি অফিসার শ্যামল কুমার।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর