ধামরাইয়ে বেতন বৈষম্য নিরসনের দাবীতে শিক্ষকদের মানববন্ধন

ঢাকার অদূরে ধামরাইয়ে উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন ও ১১তম গ্রেডে বেতনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় বেতন বৈষম্যর ঠাই নাই, সম্মান নিয়ে বাচঁতে চাই বেতন বৈষম্যর নিরসন চাই’- প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রবিউল করিম।

এসময় তিনি বলেন, ‘আমাদেরকে অনেক কষ্টের মাধ্যমে ছোট ছোট বাচ্চাদের পড়াশুনা করাতে হয়। তাই আমাদের অতিশীঘ্র ১১তম গ্রেডে বেতন দেওয়ার দাবি জানাই।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল জব্বার প্রমুখ।

এসময় শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা ও ঢাকা জেলা আওয়ামী-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও আসন্ন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান মিজান বেতন বৈষম্য নিরসনের দাবি করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর