চমেকে বাড়ানো হচ্ছে সিসিইউ’র শয্যা সংখ্যা

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম, ১৬ জুন ২০১৯ঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে নতুন ১৫টি শয্যা দেওয়া হচ্ছে।

ইতোমধ্যে শয্যা সংযোজনের প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরী সিসিইউতে এসব শয্যা স্থাপন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হৃদরোগ বিভাগে ১৯৮৯ সালে সিসিইউ চালু হয়। বর্তমানে সিসিইউতে ১৬টি শয্যা রয়েছে। তবে তা রোগীর তুলনায় খুবই কম। সিসিইউতে গড়ে ৪০ জন রোগী ভর্তি থাকেন।

হৃদরোগ বিভাগ সূত্র জানায়, বিভাগে নিয়মিত আড়াইশ থেকে তিনশ রোগী ভর্তি থাকেন। এর মধ্যে শতাধিক রোগীকে সিসিইউতে রাখতে হয়। কিন্তু শয্যার অভাবে অনেক রোগী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সম্প্রতি হৃদরোগ বিভাগ ঘুরে দেখা যায়, সেখানে বারান্দায় পর্যন্ত রোগীরা শয্যা পেতেছে। রোগীর জন্য পা ফেলা কষ্টকর। সিসিইউতে গিয়ে দেখা যায়, মেঝেতেও রোগী রাখা হয়েছে। সাধারণ শয্যার অবস্থা আরও করুণ।

চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত মুমূর্ষু রোগীকে সিসিইউতে ভর্তি করাতে হয়। আক্রান্ত হওয়ার এক ঘণ্টার মধ্যে এ সেবা দেওয়া গেলে রোগীর অবস্থা ভালো রাখা যায়। নয়তো দুর্ঘটনার সম্ভাবনা থাকে।

হৃদরোগ বিভাগের প্রধান প্রবীর কুমার দাশ বলেন, হৃদরোগে আক্রান্ত মুমূর্ষু রোগী সিসিইউতে দিতে হয়। কিন্তু আমাদের শয্যা সীমিত। চাহিদার তুলনায় সিসিইউতে শয্যা কম। এজন্য অনেক রোগী সেবা থেকে বঞ্চিত হন।

‘ইতোমধ্যে হাসপাতাল রোগী কল্যাণ সমিতি ১৫টি শয্যা দেয়ার কথা জানিয়েছে।

হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবা কর্মকর্তা অভিজিৎ সাহা বলেন, ‘হৃদরোগ বিভাগের সিসিইউতে ১৫টি শয্যা দেওয়া হবে। প্রতি শয্যা বাবদ আনুমানিক এক লাখ ৭০ হাজার খরচ ধরা হয়েছে। পাশাপাশি সিসিইউর এয়ার কন্ডিশনারগুলো (এসি) মেরামত করে দেওয়া হবে। এতে হৃদরোগে আক্রান্ত মুমূর্ষু রোগিদের চিকিৎসার্থে সুবিধা হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর