হাটহাজারির সরকারি ডাকবাংলোতে হেফাজতের আগুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভে হাটহাজারিতে সরকারি ডাকবাংলোতে আগুন দিয়েছে হেফাজত কর্মীরা। ডাকবাংলোর ভিতরে থাকা ২টি মোটরসাইকেলও জ্বালিয়ে হেফাজত ইসলামের নেতা-কর্মীরা।

রোববার (২৭ মার্চ) রাত আটটার দিকে হাটহাজারিতে সরকারি ডাকবাংলোতে এই ঘটনা ঘটে।

হাটহাজারি মাদ্রাসার বিপরীতে হাটহাজারি-খাগড়াছড়ি সড়কের পশ্চিম পাশে ডাকবাংলোটির অবস্থান। ডাকবাংলোটির দূরত্ব মাদ্রাসা থেকে কাছে হওয়ায় হেফাজত ইসলামের নেতা-কর্মীরা সরকারি এই স্থাপনটিতে হামলা ঘটনা ঘটায়।

হাটহাজারী থানার তদন্ত ওসি রাজিব শর্মা বলেন, হেফাজত ইসলামের নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে আগুন ধরিয়ে দেন সরকারি ডাকবাংলোতে। এসময় ডাকবাংলোর ভিতরে থাকা দুটি মোটরসাইকেলও পুড়িয়ে দেয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর