জেনে নিন আজকের বাংলা ও হিজরি তারিখ

শুভ সকাল। দৈনন্দিন জীবনে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি ইংরেজি বা গ্রেগরি বর্ষপঞ্জি। তবে বাংলাদেশি হিসেবে অনেক সময় আমাদের জানার প্রয়োজন হয় বাংলা দিন তারিখ। অনেক সময় চন্দ্র মাসের হিসেব জানতে হিজরি তারিখও প্রয়োজন হয়।

আজ শুক্রবার। ইংরেজি ২০২১ সনের মার্চ মাসের ২৬ তারিখ। বাংলা ১৪২৭ সন। আজ বাংলা বর্ষের শেষ মাস চৈত্রের ১২ তারিখ। হিজরি ১৪৪২ সন। চলছে হিজরি বর্ষের শাবান মাসের ১১ তারিখ।

আজ ২৬ মার্চ। ১৯৭১ সালের আজকের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। সেই হিসেবে আজ বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস।

১৯৯৭ সালের আজকের এই দিনে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন কার্যক্রম শুরু করে। পরের বছর একইদিনে চট্টগ্রামে সেবাদান শুরু করে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান একটেল (বর্তমানে রবি)।

১৯২৬ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভাষা সৈনিক ও পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খালেক নেওয়াজ খান।

আজকের দিনটি বাংলাদেশের জাতীয় দিবস। একইসাথে দিনটি সরকারি ছুটি।

আপনার দিনটি শুভ হোক। মাস্ক পরিধান করুন। সুস্থ থাকুন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর