মাছের ওজন এক মণের বেশি, দাম ৩২ হাজার

লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা পরিষদ গেটে ৪১ কেজি ওজনের এই বিশাল আকৃতির বাঘা আইড় বিক্রির জন্য নিয়ে আসে এক জেলে।রোববার (২১ মার্চ) দুপুরে মাছটি নিয়ে আসেন বিক্রেতা আল আমিন।

তিনি জানান, ব্রহ্মপুত্র নদের গাইবান্ধার ফুলছড়ি ঘাট উপজেলার বালাসি ঘাটে বাঘা আইড় মাছটি জেলের জালে আটক হয়।

মাছ ব্যবসায়ী আল আমিন জানান, শনিবার রাতে ফুলছড়িঘাট উপজেলার বালাসি ঘাটে বাঘা আইড় মাছটি ব্রহ্মপুত্র নদের জেলে ছোবেদ আলীর জালে আটকা পরে। সেখান থেকে আমি বেশী দাম পাব বলে হাতীবান্ধা বাজারে নিয়ে এসেছি। স্থানীয় কয়েক জন মিলে প্রায় ৩২ হাজার টাকায় মাছটি কিনে নেন।

মাছটি দেখতে আসা স্থানীয় আমের আলী বলেন, নদীতে পাওয়া বাঘা আইড় মাছটি শুধু দেখার জন্য এসেছি। এত বড়মাছ আগে কোনোদিন চোখে পড়েনি।

বিশালাকৃতির এই মাছটির ক্রেতাদের মধ্যে একজন হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু তালেব জানান, হাতীবান্ধায় এই প্রথম এতবড় মাছ বাজারে উঠছে। মাছটি পেয়ে আমরা খুবই খুশি দাম যাই হোক আমরা মাছটি ৩২ হাজার টাকায় কিনে নিয়েছি।

প্রদীপ কুমার আচার্য্য/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর