খাগড়াছড়িতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধিঃ “সুষ্ঠ তদন্ত দ্রুত মামলা নিষ্পত্তি” ন্যায় বিচার পাবে বিচার প্রার্থী এই লক্ষ্য নির্ধারণ করে খাগড়াছড়িতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে এই কনফাারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম জিললুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: মো: ইদ্রিস মিঞা, যুগ্ন জেলা ও দায়রা জজ মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তার, ৩২ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো: আনোয়ারুল হক মন্ডল, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাসান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেঁজুতি জান্নাত, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদ, জেলা বার এসোসিয়েশনের সভাপতি আশুতোষ চাকমা, জেলা বার এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক আক্তার উদ্দিন মামুন, সহ জেলার নয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কনফারেন্সে বিচার প্রার্থীদের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মামলা সুষ্ঠ তদন্ত নিশ্চিত করে দায়িত্ব শীল ভূমিকা রাখার জন্য জেলার বিভিন্ন থানার অফিসার্স ইনচার্জদের প্রতি জেলা ও ডায়রা জজ আহব্বান জানান।
অনুষ্ঠানে বক্তরা বলেন সমন জারী, গ্রেফতারী, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা জারি, মামলার প্রতিবেদন দ্রুত প্রাপ্তি, আসা যাওয়ার পথে ও আদালত চত্তরে বিচারক, মামলার সাক্ষিদের নিরাপত্তা বিধান, হুলিয়াজারী ও সম্পত্তি জব্দ করার বিষয়ে দ্রুত প্রতিবেদন দাখিল এবং মমলার দ্রুত নিষ্পত্তিসহ বিচারিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর