সাকিবকে তিনে নামিয়ে দিলেন ওয়ার্নার

বিশ্বকাপটা অনেকটা স্বপ্নের মতো কাটছে সাকিব আল হাসানের। দুর্দান্ত ব্যাটিং করছেন টাইগার অলরাউন্ডার। টানা তিন ম্যাচে পঞ্চাশোর্ধ রান করেছেন ক্রিকেটের তিন ফরম্যাটে অলরাউন্ডারদের শীর্ষে থাকা এই ক্রিকেটার। এবারের বিশ্ব সেরার আসরে বেশ কয়েকদিন ছিলেন শীর্ষ রান সংগ্রাহকের তালিকায়। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করে সাকিবকে দুইয়ে নামিয়ে দিলেন ইংল্যান্ড দলের ব্যাটিং স্তম্ভ খ্যাত জো রুট।শনিবার (১৫ জুন) সাকিবকে তিনে নামিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ৭৫ রান করেছিলেন সাকিব। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে করে ৬৪ রান। ইংলিশদের বিপক্ষে তুলে নেন বিশ্বকাপে নিজের প্রথম শতক। করেন ১২১ রান। ৩ ম্যাচে ৮৭ গড়ে ২৬০ রান করে এতোদিন সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকায় সবার ওপরে ছিলেন সাকিব।

বিশ্বকাপটা দারুণ কাটছে জো রুট ও ওয়ার্নারের। চার ম্যাচে দুটিতে সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন ইংলিশ ব্যাটসম্যান। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতক করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে করেন ৫১ রান। তিন ম্যাচ মিলিয়ে করেছেন ২৭৯ রান। গড়টা অবিশ্বাস্য ৯৩!

অন্যদিকে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে সাকিবের চেয়ে ৫ রানে পিছিয়ে ছিলেন ওয়ার্নার।আজ মাঠে নেমেই সাকিবকে টপকে গেলেনওয়ার্নার।ছলতি বিশ্বকাপে ওয়ার্নার পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন।তা ছাড়া তার দুটি পঞ্চাশ উর্ধ্ব ইনিংসও আছে চলতি বিশ্বকাপে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়ার্নার লঙ্কানদের বিপক্ষে ২৫ রানে অপরাজি আছেন।

তৃতীয় স্থানে নেমে গেলেও আগামী সোমবারই শীর্ষস্থান ফিরে পাওয়ার সুযোগ আসবে সাকিবের সামনে। টনটনে টাইগাররা সেদিন মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর