এবারও টস ভাগ্য সহায় হলো না অস্ট্রেলিয়ার

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে দ্বাদশ আসরেশুক্রবার (১৫ জুন) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ছন্দে থাকা বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ম্যাচটি হবে। ব্যাট-বল নিয়ে মাঠে নামার আগে টসের লড়াই হয় দুই দলের মধ্যে।সেখানে টস ভাগ্যে জয়ী হয়ে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিমুথ করনারত্নে।

উল্লেখ্য, টস ভাগ্যে খুব কমই জিতেছেন অজি ক্যাপ্টেন ফ্রিঞ্চ। টস লড়াইয়ের পর ফ্রিঞ্চের কাছে জানতে চাওয়া হয় আপনি কবে টস জিতেছেন? জবাবে বললেন, জানি না।

নিজেদের পাঁচ নম্বর ম্যাচ খেলতে মাঠে নেমেছে দুই দল। শ্রীলঙ্কা তাদের চারটি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে ও একটিতে হেরেছে। বাকি দুইটি ম্যাচ পরিত্যক্ত হয়। অন্যদিকে, অস্ট্রেলিয়া তাদের চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে ও একটিতে হেরেছে।পয়েন্ট টেবিলের উপরে উঠতে মরিয়ো দুই দল।তাই দুই দলই চাইবে জয় নিয়ে মাঠ চাড়তে।

অস্ট্রেলিয়ার একাদশঃ অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, উসমান খাজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স কেরি , প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, জেসন ব্রেনডফ।

শ্রীলঙ্কার একাদশঃ দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুসল পেরেরা , থিরিমান্নে, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয় দ্য সিলভা, থিসারা পেরেরা, ইশুর উদানা, মিলিন্দা সিরিওয়ানা, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদেপ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর