ফের এক দেহব্যবসার চাকে আঘাত হানল পুলিশ।ভারতের পুণেতে এমনই একটি দেহব্যবসার পর্দাফাঁস করে পাঁচ ব্যক্তিকে হাতেনাতে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। তাদের বৃহস্পতিবার স্থানীয় আদালতে তোলা হয়।উদ্ধার করা হয়েছে চার নারীকে।
জানা গিয়েছে, পুণের মারুঞ্জিতে এই অভিযান চালিয়েছিল হিনজেওয়াড়ি পুলিশ।কোলটে পাতিল এস্টেট এলাকায় এই দেহব্যবসার খবর পুলিশ পায়। এরপরেই তারা অভিযান চালিয়ে এই কাণ্ডের মূল হোতা ৩৪ বছরের বলিরাম সাভারগাঁওকরকে গ্রেফতার করে।
অন্যান্যরা হল নিতিন ভালেরাও, অভয় শিন্ডে, ময়ূর শর্মা, দিলিপ মন্ডল। উদ্ধার হওয়া তরুণীদের মধ্যে অনেকে যেমন মডেল রয়েছেন আবার অনেকে পড়ুয়াও।
আটককৃতদের সঙ্গে প্রতারণা করে জোর করে দেহব্যবসার কাজে নামানো হয়েছিল বলে জানা যায়৷