পিটারসনকে টপকে জো রুটের রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করার মধ্য দিয়ে কেভিন পিটারসনকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন জো রুট। ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। চলতি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের হয়ে দুটি সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন পিটারসন।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৬টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তিনি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ ম্যাচ খেলে ৬টি সেঞ্চুরিতে ২ হাজার ২৭৮ রান করে শীর্ষে রয়েছেন। তার চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৫টি সেঞ্চুরিতে ১ হাজার ৭৪৩ রান সংগ্রহ করেছেন রিকি পন্টিং।

ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে ২১ ম্যাচ খেলে একটি সেঞ্চুরিতে সর্বোচ্চ ৮৯৭ রান করেছেন সাবেক অধিনায়ক গ্রাহাম গুচ। ১৩ ম্যাচ খেলে দুই সেঞ্চুরিতে ৫৭৫ রান করেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান পিটারসন। ইতিমধ্যে ১০ ম্যাচ খেলে ৩টি সেঞ্চুরিতে ৪৮১ রান করেছেন জো রুট।

গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউদাম্পটনে ওশান থমাসের বলে সিঙ্গেল নেয়ার মধ্য দিয়ে ৯৩ বলে শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন রুট। ওয়ানডে ক্রিকেটে এটা তার ১৬তম সেঞ্চুরি। তবে এর আগে টেস্টেও ১৬টি সেঞ্চুরি করেছেন ইংলিশ এ তারকা ব্যাটসম্যান।

এবারের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১০৪ বলে ১০৭ রান করেছিলেন রুট। এর আগে গত বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ১২১ রানের ইনিংস খেলেছেন তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর