রামগঞ্জে সাধারন জ্ঞান প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাধীন আথাকরা বাজারে প্রতিষ্ঠিত, একঝাক তরুন ও মেধাবীদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক সংগঠন আইডিয়াল স্টুডেন্টস এসোসিয়েশন।

এই সংগঠনের উদ্যোগে প্রতি বছর সাধারন জ্ঞান প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরন, অভিভাবক সমাবেশ সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ নিয়ে ইতিমধ্যে অঞ্চলভিত্তিক সুনাম বয়ে এনেছে।সমাজের বিভিন্ন শ্রেনীপেশার গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে এই সংগঠনের কার্যক্রম পরিচালনা করে থাকেন সংগঠন কর্তিপক্ষ।

২০১৯ ইং সনের সাধারন জ্ঞান প্রতিযোগিতায় ২৬ টি বিদ্যালয়ের প্রায় ৫৬০ জন শিক্ষার্থীর অংশগ্রহনের মাধ্যমে ২১ মার্চ বৃহস্পতিবার সকাল ০৯:০০ ঘটিকার সময় আথাকরা উচ্চ বিদ্যালয় ও আথাকরা দাখিল মাদ্রাসায় ১০ টা পর্যন্ত ঘন্টাব্যপী পরীক্ষা নেওয়া হয়।

দুপুর ১২ ঘটিকার সময় আথাকরা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করে ৪০ জন মেধাবী শীক্ষার্থীর হাতে সার্টিফিকেট, ক্রেষ্ট ও পুরষ্কার তুলে দেওয়া হয়।সংগঠনের সভাপতি জওয়াদুল আবেদীন কিশোরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদ আহম্মেদ ভুইঞা একাডেমীর সম্মানিত ভাইস প্রিন্সিপাল ফরিদুল কায়সার ফরহাদ,চাটখিল মহিলা কলেজের অধ্যক্ষ জনাব সাইফুল ইসলাম,সোমপাড়া কলেজের ব্যাবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার দেব, চাঁদপুর সরকারী কলেজের প্রভাষক মিজানুর রহমান, আথাকরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুল হক, বালুয়া চৌমুহনী ফয়েজ আম আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাছুম সাহেব, শাহাদাৎ হোসেন বাবর,অত্র সংগঠনের সাধারন সম্পাদক জাহেদুল মুরসালিন,আবু ওবায়েদ মাসুুুদ,রিয়াজ,হারাদন,স্বাধীন, মেহেদী হাসিব সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থী অভিভাবক,এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর