ইয়াবাসহ আটক পুলিশের এসআই

ডেস্ক রিপোর্ট: পুলিশের এক উপপরিদর্শককে গ্রেফতার করে তাঁর কাছ থেকে ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। গ্রেফতার উপপরিদর্শক সিদ্দিকুর রহমান চট্টগ্রামের নগর পুলিশের বন্দর বিভাগে কর্মরত বলে জানা গেছে।

শুক্রবার (১৪ জুন) রাত ৯টার দিকে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ কমিশনার মো. শহীদুলতাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ সিজিএস কলোনী এলাকায় মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলে কৌশলে লুকানো অবস্থায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

র‌্যাব চট্টগ্রামের সিনিয়র এএসপি মিমতানুর রহমান বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে র‌্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এসআই সিদ্দিককে আটকে করেছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। আটকের পর তাকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটে হস্তান্তর করা হয়েছে।’

জানা গেছে, টিএসআই সিদ্দিকুরের ট্রাফিক বিভাগে পোস্টিং হয়েছিল সম্প্রতি। তবে তিনি এখনো এই বিভাগে যোগ দেননি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর