চতুর্থ টেস্টেও টাইগারদের করোনা নেগেটিভ

নিউজিল্যান্ডের মাটিতে পা রেখেই করোনা টেস্ট করিয়েছিল বাংলাদেশ দল। এরপর থেকে এখন পর্যন্ত চারবার করোনা পরীক্ষা করিয়েছে টাইগাররা। সর্বশেষ গতকাল সোমবার চতুর্থ করোনা টেস্ট করানো হয়ছিল।

আজ মঙ্গলবার (৯ মার্চ) করোনা পরীক্ষার রিপোর্টে এসেছে। বাংলাদেশ দলের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেন।

এর মধ্য দিয়ে বাংলাদেশ দলের ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হয়েছে। আগামীকাল (বুধবার) কুইন্সটাউন যাবে বাংলাদেশ দল। এরপর ১১ মার্চ (বৃহস্পতিবার) থেকে দলের সবাই একসাথে অনুশীলনে নামবে।

উল্লেখ্য, আগামী ২০ মার্চ ডুনেডিনে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এরপর ক্রাইস্টচার্চে ২৩ মার্চ দ্বিতীয় ম্যাচে ও ওয়েলিংটনে ২৬ মার্চ তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুইদল।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর