ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ

কারাগারে লেখক মোস্তাকের অস্বাভাবিক মৃত্যুর সুস্থ তদন্ত ও বিচার এবং ডিজিটাল নিরাপত্তা আইনকে কালো আইন আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়ে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট।

মঙ্গলবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় শহরের সিপিবি অফিসস্থ সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পাঁচুরমোড়ে এসে সমাবেশ করে বাম জোটেএ নেতা কর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন, বাম গনতান্ত্রিক জোটের সমন্বয়ক ও জেলা সিপিবির সাধারণ সম্পাদক এম এ রশিদ, বাসদ আহবাক ওয়াজেদ পারভেজ, সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, সিপিবির সাবেক সাধারন সম্পাদক দেওয়ান বদিউজ্জামান বদি প্রমুখ।

বক্তারা বলেন, কারাগারে লেখক মুস্তাক হত্যাকারীদের বিচার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

সেই সাথে আগামী ২৬ মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কালো আইন বাতিল না করা হলে গণতান্ত্রিক ধারায় লাগাতার আন্দোলন কর্মসূচির ঘোষনা দেওয়ার হুশিয়ারি জানান।

রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর