দেশেই করোনা ভ্যাকসিন উৎপাদন হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশেই এখন আমরা দেশে করোনা ভ্যাকসিন উৎপাদনের কাজ শুরু করেছি। ওষুধ প্রশাসন অধিদফতরের ল্যাবে এটা তৈরি হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন খুব তাড়াতাড়িই পাবো বলে আশা করছি।

সোমবার (৮ মার্চ) ‘করোনার এক বছরে বাংলাদেশ: সফলতা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এ আলোচনায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন তৈরিতে একটা ল্যাব দরকার যা ওষুধ প্রশাসনের আছে। ওষুধ প্রশাসনের সেই ল্যাবের একটি অংশ ভ্যাকসিন তৈরির জন্য প্রস্তুত করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অনুমোদনের জন্য আবেদন করেছি তারা আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছে সেই সেই মোতাবেক কাজ করে ওষুধ প্রশাসনের ল্যাবেই ভ্যাকসিন তৈরি হবে।

মন্ত্রী বলেন, লকডাউন চলছে এখনো অনেক দেশে চলছে। তাদের তুলনায় আমরা অনেক ভালো আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই এটি একমাত্র সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মতো বিশ্বের যেসব দেশ করোনাকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে তাদের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে। যারা করোনাকে অবহেলা করেছে তাদের বিলিয়ন বিলিয়ন ডলার লোকসান গুনতে হয়েছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএইচআরএফের সভাপতি তৌফিক মারুফ। স্বাস্থ্য অধিদফতরের মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সহ-সভাপতি জান্নাতুল বাকিয়া কেকার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক, বিএসএমএমইউর উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া, বিএসএমএমইউর সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক নজরুল ইসলাম, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন, স্বাচিপ সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, বিএমএ মহাসচিব ডা. এহতেসামুল হক, ডা. মোহাম্মদ শহিদুলাহ প্রমুখ।

নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বিএইচআরএফের নারী সদস্যদের।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর