চলে গেলেন চিত্রনায়ক শাহীন আলম

বাংলা সিনেমার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাহীন আলম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিডনি ও ডায়াবেটিস জটিলতায় সোমবার (৮ মার্চ) রাত ১০টার দিকে মারা যান ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় এই অভিনেতা।

তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

রাজধানীর আজগর আলী হাসপাতালে গত সপ্তাহে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ৬ মার্চ থেকে লাইফ সাপোর্টে রাখা হয়।

‘স্বপ্নের নায়ক’ ছবির মধ্যে দিয়েই আলোচনায় আসে এই অভিনেতা। তবে ‘মায়ের কান্না’ সিনেমাটি ছিলো তাঁর অভিনীত প্রথম ছবি।

এরপর থেকে শুরু হয় তাঁর সিনেমার জগতের পথ চলা।

তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা ও বাঘের বাচ্চা ঘাটের মাঝি, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগসহ অসংখ্য সিনেমা।

তাঁর মৃত্যুতে শোকের ছাঁয়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর