গাইবান্ধায় বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

গাইবান্ধায় বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ট্রাক র‌্যালী নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করে।

এ উপলক্ষে সোমবার (৮ মার্চ) ট্রাকে নারী নির্যাতন বিরোধী ও অধিকার প্রতিষ্ঠার স্বপক্ষে সঙ্গীত পরিবেশন এবং লিফলেট বিতরণ করা হয়।

এছাড়া বিভিন্ন স্থানে নারী অধিকার সম্পর্কিত পথ সভা করা হয়। এ সময় আয়োজকেরা গাইবান্ধার একমাত্র নারী ট্রাফিক সার্জেন্ট নুরে শেফাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পথসভায় বক্তব্য রাখেন, মহিলা পরিষদের জেলা সভাপতি মাহফুজা খানম মিতা ও জেলা সাধারন সম্পাদক রিকতু প্রসাদ, সাবেক সভাপতি আমাতুর নূর ছড়া ও খালেদা রিটা প্রমূখ।

এ ছাড়াও পৃথক পৃথকভাবে জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ নারী মুক্তিকেন্দ্র আলোচনা সভার আয়োজন করে।

সুমন মিয়া/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর