নারী রূপে নারীদের শুভেচ্ছা জানালেন অভিনেতা চঞ্চল!

আন্তর্জাতিক নারী দিবসে গৃহকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সোমবার (৮ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন চঞ্চল। সেখানে নারী সেজে একটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করা একটি ছবিও পোস্ট করেন তিনি।

চঞ্চল চৌধুরীর স্ট্যাটাসটি বার্তাবাজারের পাঠকদের হুবহু তুলে দেওয়া হলো-

বিশেষ একটি দিনে নারীর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা….
ব্যাপারটা অনেকটাই লোক দেখানো।

সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে খুব ঘটা করেই,এরকম অনেক দিবসই পালিত হয়।

“….বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর,অর্ধেক তার আনিয়াছে নারী,অর্ধেক তার নর”
এটা কি শুধুই কবিতার লাইন???

নাকি আমাদের বোধে আর বিশ্বাসেও এই সত্যটা আছে???

বিশেষ একটি দিনে নয়….
সারা বছর জুড়ে,ঘরে বাইরে সকল ক্ষেত্রে নারীর সম অধিকার প্রতিষ্ঠিত হোক….

করুনা নয়,
যোগ্যতার বিচারে নারীর অগ্রযাত্রা অব্যহত থাকুক….

মাতৃরুপী সকল নারীই সৃষ্টির আদি ইতিহাস….

চঞ্চল চৌধুরী তার স্ট্যাটাস শেষে লিখেন, একটি বিজ্ঞাপন চিত্রে আমি নারী চরিত্রে অভিনয় করেছিলাম। চরিত্রটি ছিল গৃহপরিচারিকার।
তাই নারী দিবসে,সকল গৃহপরিচারিকার প্রতি সম্মান ও ভালোবাসা দেখিয়ে সেই ছবিটি তিনি পোস্ট করেছেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর