এশিয়া কাপে দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত!

২০২০ সালে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ। কিন্তু মহামারি করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত হয়ে যায়। চলতি বছরের জুনে শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এবারের আসর অনুষ্ঠিত হবে কিনা এ নিয়ে রয়েছে সংশয়। মূলত ভারত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করায় এবারের আসর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

আগামী জুনে ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। একই মাসে এশিয়া কাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালে খেলার পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হবে ভারত। এ কারণে তাদের এশিয়া কাপে অংশগ্রহণ নিয়ে বেঁধেছে বিপত্তি।

তবে গত আসরের মত এবারের আসরেও দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এমনই প্রতিবেদন প্রকাশ করেছে।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ক্রিকেটারদের পক্ষে দুই বার কোয়ারেন্টাইনে থাকা সম্ভব নয়। আমরা ইংল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ঝুঁকি নিতে চাচ্ছি না। যদি এশিয়া কাপ আয়োজন হয় তাহলে দ্বিতীয় সারির দল পাঠাতে হবে। আমাদের হাতে অন্য কোনো অপশন নেই।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর