বিশ্বে করোনায় মারা গেছেন ২৬ লাখের বেশি মানুষ

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বে এখন পর্যন্ত বিশ্বে ১১ কোটি ৭০ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। ২৬ লাখের বেশি মানুষ করোনায় মারা গেছেন ও সুস্থ হয়েছেন ৯ কোটি ২০ লাখের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার ৯২৮ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৬ লাখ ৫ হাজার ৯৪ জন ও সুস্থ হয়েছেন ৯ কোটি ২৯ লাখ ৪৬ হাজার ৫৭১ জন।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ২৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে মারা গেছেন ৫ লাখ ৩৭ হাজার ৮৩৮ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৩ লাখ ৩৬ হাজার ৬৫৬ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ১৯ হাজার ৩৪৪ জন। করোনায় মারা গেছেন ২ লাখ ৬৫ হাজার ৫০০ জন। সুস্থ হয়েছেন ৯৭ লাখ ৫৭ হাজার ১৭৮ জন

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তিনে থাকা ভারতে করোনায় এ পর্যন্ত ১ কোটি ১২ লাখ ২৯ হাজার ২৭১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৮৯০ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৮ লাখ ৮০ হাজার ৮৮০ জন।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জন ও মারা গেছেন ৮ হাজার ৪৬২ জন। সুস্থ হয়েছেন ৫ লাখ ৩ হাজার ৩ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর