‘ডিজিটাল নিরাপত্তা আইন ৭ই মার্চের গুরুত্ব নষ্ট করেছে’

স্বাধীনতার মুখে আঠা লাগিয়ে ৭ই মার্চের গুরুত্বকে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রোববার (৭ই মার্চ) ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ঢাকার শাসন ইসলামাবাদের শাসনের থেকেও খারাপ হয়ে গেছে। আমাকে কথা বলতে দিতে হবে। এজন্য আইন বাতিল করতে হবে। অনেক আইনকে সংস্কার করতে হবে। আজকে চাই পরিবর্তন পরিবর্তন পরিবর্তন।

মুশতাকের মৃত্যুর বিষয়ে তিনি বলেন, আজকে মুশতাকের মৃত্যু মধ্য দিয়ে কিশোর মুক্তি পেয়েছে। আজ মুশতাকের মৃত্যু না হলে কিশোর মুক্তি পেতো না। আজ এক লাখের বেশি লোক কোর্টে দৌঁড়াদৌঁড়ি করছে। এটা জেলের থেকেও খারাপ। আজকে যদি সমান অধিকার না থাকে এই স্বাধীনতা অর্থহীন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর