‘মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার সংগ্রাম এক জিনিস নয়’

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংগ্রাম এক জিনিস নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। একইসাথে জিয়ার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়েই সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয় বলে তিনি মন্তব্য করেছেন।

রোববার (৭ মার্চ) ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

ড. খন্দকার মোশাররফ বলেন, ৭ মার্চের ভাষণে পাকিস্তানের কাঠামোর ভেতরে থেকেই সংখ্যাগরিষ্ট দল হিসেবে ক্ষমতায় আসীন হওয়ার আভাস ছিলো। তাই তো ২৪ মার্চ পর্যন্ত আলোচনা হয়েছিল।

তিনি বলেন, কোনো দলকে ছোট-বড় করার জন্য ৭ মার্চের আলোচনা করা হচ্ছে না। ৭ মার্চে বিএনপি ছিলো না, এ নিয়ে তুলনা করারও কিছু নেই। প্রকৃত ইতিহাস তুলে ধরতেই এই আলোচনা সভা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের একটি দিন হিসেবে ৭ মার্চ পালন করা হচ্ছে। এর আগে সুবর্ণজয়ন্তী আসেনি, তাই পালন করাও হয়নি।

তিনি আরও বলেন, স্বাধীনতার ভাষণ ঐতিহাসিক, এই ভাষণ জাতিকে উদ্দীপ্ত করেছিলো। শেখ মুজিবুর রহমানের অবদান খাটো করে দেখে না বিএনপি। বিএনপি ইতিহাস থেকে কাউকে মুছে ফেলতে চায় না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর