আটঘরিয়া থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন

পাবনায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রোববার (৭ মার্চ) বিকেলে থানা চত্বরে আটঘরিয়া থানা পুলিশের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় দিনটি পালন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রস্তুতিতে আনন্দ উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠান শুরুর আগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়।

আলোচনা সভায় আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও ঈশ্বরদী সার্কেল ফিরোজ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভির ইসলাম, আটঘরিয়া সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জহিরুল হক, আটঘরিয়া থানার পুলিশ সদস্য, আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনের সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর