অর্ধ কোটি ছাড়ালো নিবন্ধনকারী, টিকা গ্রহণ প্রায় ৩৮ লাখ

দেশে করোনা টিকা গ্রহণের নিবন্ধনকারীদের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। ইতোমধ্যে টিকা নিয়েছেন প্রায় ৩৮ লাখ মানুষ।

রোববার (৭ মার্চ) পর্যন্ত করোনা ভাইরাসের টিকা গ্রহণে ইচ্ছুক এমন নিবন্ধনকারীর সর্বমোট সংখ্যা ৫০ লাখ ১৭ হাজার ৮০৪ জন। আর টিকা গ্রহণকারীর সংখ্যা ৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২ জন।

তাদের মধ্যে পুরুষ ২৪ লাখ ২০ হাজার ৮৫৩ জন ও নারী ১৩ লাখ ৬৮ হাজার ৪৯৯ জন। এ পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে ৮৪৮ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় এক লাখ ৭ হাজার ২০০ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৬৫ হাজার ৪৩০ জন ও নারী ৪১ হাজার ৭৭০ জন। এ সময়ে এইএফআই রিপোর্ট করেছেন ২৩ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর