আখাউড়া থানার আয়োজনে ৭ই মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ততিতে সারাদেশের ন্যায় ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়া থানার আয়োজনে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়। রোববার (৭ মার্চ) বিকালে জেলার আখাউড়া থানা কমপ্লেক্সে ভবনের মিলনায়তনে এই আনন্দ উদযাপন অনুষ্ঠিান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌসভার মেয়র তাকজিল খলিফা কাজল।

এই সময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষনের মাধ্যমে বাঙ্গালী জাতি পাকিস্তানি হানাদার বাহিনীর উপর ঝাপিয়ে পরেন। বাংলাদেশকে স্বাধীন করার পিছনে এই ঐতিহাসিক ভাষন মুক্তি কামী মানুষকে অনুপ্রেনা হিসেবে কাজ করেন।

তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিত লাভ করেছেন। এরই মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শীতার কারনে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ততি হয়েছে বাংলাদেশ। সেই জন্য বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান উপস্থিত সকলে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়া, মনির হোসেন বাবুল, উপজেলা মুক্তিযোদ্বার সাবেক কমান্ডার জামসেদ শাহ, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলুসহ আখাউড়া উপজেলার সকল শ্রেনীর পেশা মানুষ উপস্থিত ছিলেন।

পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর