সাংবাদিক মুজাক্কির হত্যা: যুবলীগ নেতা গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় বেলাল হোসেন (৩০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃত বেলাল উপজেলার চরফকিরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

রোববার (৭ মার্চ) দুপুরে তাকে বসুরহাট পৌরসভার হাসপাতাল রোড থেকে গ্রেফতার করা হয়।

বেলালকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পিবিআই’র ইনস্পেক্টর ও মুজাক্কির হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, গ্রেফতার বেলাল হোসেন কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইব্রাহীমের ছেলে। তাকে নিয়ে বিকেলে অভিযান পরিচালিত হবে।

জানা যায়, রোববার (৭ মার্চ) সকালে বসুরহাট ডাকবাংলো মাঠে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সমাবেশের আয়োজন করেন। সেই সমাবেশস্থল থেকেই পিবিআই বেলালকে গ্রেফতার করেছে। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জড়িত।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে চাপরাশিরহাট পূর্ব বাজারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই মেয়র কাদের মির্জার সমর্থকদের সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থকদের সংঘর্ষে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর