টস সহায় হলো না হোল্ডারের

সাউদাম্পটনে চলতি বিশ্বকাপের ১৯তম ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড।শুক্রবার (১৪ জুন) বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে চলতি বিশ্বকাপের ফেবারিট দুই দলের লড়াই।তার আগে দুই দলের মধ্যে মুদ্রা নিক্ষেপের লড়াই হয়।সেখানে জয় পেয়েছেন ইংলিশ দলনেতা ইয়ন মরগান।টস জিতে ক্যারিবীয়ান দলনেতাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মরগান।ডাকে সাড়া দিয়ে ব্যাটিংয়ে নেমেছে ক্যারিবীয়ানরা।

ইংলিশদের একাদশে কোনো পরিবর্তন নেই।বাংলাদেশের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছে ইংলিশরা সে একাদশ নিয়ে নামছে মরগানরা।অন্যদিকে ক্যারিবীয়ান শিবিরে ফেরানো হয়েছে এভিন লুইস, আন্দ্রে রাসেল এবং শ্যানন গ্যাব্রিয়েলকে। গত ম্যাচে তারা ছিলেন না।

ওয়েস্ট ইন্ডিজঃ ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরন, শিমরন হেটমেয়ার, 6জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, কার্লোস ব্রথওয়েইট, শ্যানন গ্যাব্রিয়েল, শেলডন কোটরেল, ওশেন থমাস।

ইংল্যান্ডের একাদশঃ
জেসন রায়, জনি বায়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জোস বাটলার, ক্রিস ওয়াকস, 8 আদিল রশিদ, লিয়াম প্লুনকেট, জোফরা আচার, মার্ক উড।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর