টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত, তলানিতে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চার ম্যাচের টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে ভারত। সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ২৫ রান ও ইনিংস ব্যবধানে হারিয়েছে ভারত। এর ফলে এবার দারুণ সুখবর পেয়েছে তারা।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডকে টপকে শীর্ষে উঠে এসেছে ভারত। অন্যদিকে র‍্যাঙ্কিংয়ের তলানিতে অর্থ্যাৎ দশে রয়েছে বাংলাদেশ।

১২২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারত। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১১৮। র‍্যাঙ্কিংয়ে তিনে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট ১১৩। ১০৫ রেটিং নিয়ে চারে ইংল্যান্ড ও ৯০ রেটিং নিয়ে পাঁচে আছে পাকিস্তান।

এরপরেই আছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং পয়েন্ট পাকিস্তানের চেয়ে ১ কম। ৮৩ রেটিং নিয়ে সাতে শ্রীলঙ্কা ও ৮০ রেটিং নিয়ে আটে আছে ওয়েস্ট ইন্ডিজ। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে নয়ে অবস্থান করছে আফগানিস্তান। ৫১ রেটিং পয়েন্ট নিয়ে দশে আছে বাংলাদেশ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর