অবশেষে করোনা টিকা নিলেন মৃত ঘোষণা করা সেই স্কুল শিক্ষক

দীর্ঘ ৬ বছরেরও বেশী সময় ধরে অকার্যকর হয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সচল হওয়ার পর করোনাভাইরাসের টিকা নিয়েছেন লালমনিরহাটের সেই স্কুলশিক্ষক লক্ষ্মীকান্ত রায়।

শনিবার(৬ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে গিয়ে তিনি টিকা গ্রহণ করেন। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীকান্ত রায়ের এনআইডি সচল করে নির্বাচন কমিশন।ওই রাতেই তিনি এনআইডি নম্বর ব্যবহার করে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেন।

লক্ষ্মীকান্ত রায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কাকেয়া টেপা গ্রামের মৃত হেরম্ব চন্দ্র রায়ের ছেলে। তিনি উপজেলার আদিতমারীর বালাপুকুর উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক।

উল্লেখিত,লক্ষ্মীকান্ত রায়কে ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেয় নির্বাচন কমিশন।এতে ২০১৪ সালের ৩ জুন লক্ষ্মীকান্ত রায় মৃত্যুবরণ করেছেন বলে উল্লেখ করা হয়।যার কারনে লক্ষ্মীকান্ত রায় জাতীয় সংসদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে পারেননি।একই কারণে তিনি কোভিড-১৯ টিকার নিবন্ধন করতে পারছিলেন না। প্রতিকার পেতে তিনি গত ২২ ফেব্রুয়ারি লালমনিরহাট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেন।এরপর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে নির্বাচন কমিশন লক্ষ্মীকান্ত রায়ের অকার্যকর জাতীয় পরিচয়পত্রটি সচল করার উদ্যোগ নেয়।

প্রদীপ কুমার আচার্য্য/বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর