টেকনাফে সাড়ে ৩ লাখ পিস ইয়াবাসহ আটক-১

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে সাড়ে ৩লাখ পিস ইয়াবা টেবলেটসহ গুরা মিয়া এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। গুরা মিয়া আটকের বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবী করেছে তার পরিবার।

শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী হতে এই মাদকের চালানটি জব্দ করা হয়।

উদ্ধারকৃত সাড়ে ৩ লাখ পিস ইয়াবা। -বার্তা বাজার

ধৃত গুরামিয়া একই এলাকার পশ্চিম পাড়ার মৃত বদিউর রহমান ছেলে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় গুপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ সদস্যরা সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে গুরামিয়া (৬৫) কে আটক করে। তার দেয়া তথ্য মতে একই এলাকার ফয়েজ উল্লাহ প্রঃ ভুট্টোর বসতবাড়ি হতে ২ লক্ষ পিস ও ইসমাঈলের বসত বাড়ি হতে দেড় লক্ষ পিস ইয়াবা জব্দ করে।

ধৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাবের এই কর্মকর্তা।

এদিকে আটক গুরামিয়ার পরিবারের দাবী, আটক গুরা মিয়াদ্বীর্ঘ দিন ধরে (এসিএফ) নামক একটি আন্তর্জাতিক সংস্থায় স্বেচ্ছাসেবী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি এবং তার পরিবার কোন সময় কোন ভাবেই মাদক কারবারের সাথে জড়িত ছিলেন না। গুরা মিয়ার নিয়ন্ত্রনাধীন আত্মীয় স্বজনদের মধ্যে স্থানীয় ভাবে একটি ভোট ব্যাংক রয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেই ভোট ব্যাংকটিকে কোণঠাসা করতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবী করেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর