স্বেচ্ছাসেবক দলের সমাবেশে নিজেদের হাতেই রক্তাক্ত নেতাকর্মীরা

লেখক ও সাংবাদিক মুশতাক আহমেদ এবং বোরাহান উদ্দিন মুজাক্কিরের হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের সমাবেশে নেতাকর্মীরা হাতাহাতিতে লিপ্ত হয়েছেন।

শনিবার (৬ মার্চ) দুপুরে অনুষ্ঠিত সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের উপক্রম হলেও কোনো রকম সংঘর্ষের ঘটনা ঘতেছি। তবে নেতাকর্মীরা নিজেরাই নিজেদের সাথে সংঘর্ষে লিপ্ত হন।

সমাবেশস্থলে দেখে যায়, কর্মসূচীতে নেতাকর্মীরা দলীয় শ্লোগান দিয়ে পুলিশের দিকে ধেয়ে যান। পুলিশকে নিজেদের দিকেও ডাকেন এসময় নেতাকর্মীরা। পরে পুলিশ এগিয়ে গেলেও কোনো অপ্রীতিকর অবস্থা ঘটেনি। কিন্তু এরপরে সংগঠনের নেতাকর্মীরা নিজেরা দুই দফায় মারামারি করেন। এই ঘটনায় এক জনের মুখ থেকে প্রচুর রক্ত বের হতে দেখা গেছে।

তাদের সংঘর্ষের ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ব্যানার ধরা নিয়ে নিজেরা মারামারি করেছে। ব্যানার ধরে সামনে আসতে চাইলে অন্যরা বাঁধা দেওয়ায় এই হাতাহাতির ঘটনা ঘটে।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসবেকল দলের সহ দপ্তর সস্পাদক নাজমুল হাসান প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর