দেশে বিয়ে বাড়ার কারণে বাড়ছে মুরগীর দাম!

দেশে এক মাস আগে থেকে হঠাৎ করেই বাড়ছে সব ধরনের মুরগীর দাম। গত ১ সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে আরও। ১১০ টাকা কেজি ব্রয়লার মুরগীর দাম ১৫০ টাকা। ১৮০ টাকার সোনালী (পাকিস্তানী) মুরগী বিক্রি হচ্ছে ৩২০ টাকায় আর দেশি মুরগী কেজিতে বেড়েছে ১০০ টাকা। দামের এই ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।

এ বিষয়ে আবদুল করীম নামের এক ব্যবসায়ী জানান, ২০১৮ সালে একবার মুরগীর দাম বেড়েছিলো। তবে বেশিদিন থাকেনি। এবার করোনার মধ্যে মানুষ বেশি বিয়েসাদী করলেও অনুষ্ঠান এখন করছে। এ কারণে আমদানি কম থাকায় দাম বেড়েছে।

শরিফুল ইসলাম নামের এক ক্রেতা জানান, ব্যবসায়ীরা কী ইচ্ছে করেই দাম বাড়াচ্ছে? নাকী সরবরাহের ঘাটতি! এগুলো বাজার মনিটরিং করা দরকার।

এ দিকে চালের বাজার কয়েকদিন স্থিতিশীল থাকলেও আজ থেকে কেজি প্রতি বেড়েছে পাঁচ টাকা। অন্যদিকে, সরকার দাম নির্ধারণ করে দেয়ার পর ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে আছে বলেন জানান পাইকাররা।

তবে বাজার ঘুরে দেখা গেছে লিটারে সেখানেও পাঁচ টাকা বাড়তি।

রাজধানীর কাচা বাজার গুলো এখনও রয়েছে শীতকালীন সবজির দখলে। বাজারে আসা নতুন সবজিরও আছেন সাধ্যের মধ্যে।

শাহরিয়া হৃদয়/বার্তা বাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর