আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

শেষ টেস্টে ইংল্যান্ডকে ২৫ রান ও ইনিংস ব্যবধানে হারিয়ে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে ভারত। প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৩৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ভারত ৩৬৫ রান করেছিল।

এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। এর আগে প্রথম দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হওয়ায় ফাইনালে উঠে যায় কিউইরা।

এদিকে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভাগ্য নির্ভর করছিল শেষ টেস্টে। এই ম্যাচে জয় কিংবা ড্র হলেও ফাইনাল নিশ্চিত হতো ভারতের। জয় পেয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত।

উল্লেখ্য, আগামী ১৮ জুন লর্ডসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালে কেন উইলিয়ামসনদের মুখোমুখি হবে বিরাট কোহলিরা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর