ইংল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল ভারত

ইংল্যান্ডের দেয়া ২০৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৫ রান করে ভারত। এতে ১৬০ রানের লিড পায় ভারত। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৩৫ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

এর ফলে ২৫ রান ও ইনিংস ব্যবধানে ইংল্যান্ডকে হারাল ভারত। চার ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জয়ে পেয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ইংল্যান্ড।

বড় জুটি গড়তে ব্যর্থ হয় তারা। দুই ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলের সামনে দাঁড়াতেই পারেনি ইংলিশ ব্যাটসম্যানরা। দুইজনই ৫টি করে উইকেট শিকার করেন।

ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন ড্যান লরেন্স। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে অধিনায়ক জো রুটের ব্যাট থেকে। এছাড়া ওলি পোপ ১৫, বেন ফোকস ১৩ রানের ইনিংস খেলেন। বাকি কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর