রাণীনগরে গরু হৃষ্ট-পুষ্ট করণ সিআইজি সদস্যদের প্রশিক্ষণ

ফারমান আলী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গরু হৃষ্ট-পুষ্ট করণ সিআইজি সদস্যদের এক দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট (পিআইইউ) প্রাণি সম্পদ অঙ্গ ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম, ফেজ- প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় ও উপজেলা প্রাণি সম্পদ অফিসের বাস্তবায়নে বৃহস্পতিবার সারাদিন ব্যাপী উপজেলার লোহাচুড়া বাজারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এদিন উপজেলার লোহাচুড়া গরু হৃষ্ট-পুষ্ট করণ সিআইজি’র ৩০ জন সদস্য প্রশিক্ষণ প্রদান করা হয়।

সিআইজি সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন, নওগাঁ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. উত্তম কুমার দাস, রাণীনগর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো: আবু তালেব প্রাং, ভেটেরিনারী সার্জন ডা. আমিনুল ইসলাম, প্রশিক্ষণ সংগঠক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি অফিসের পংকজ কুমার সরকার, এছাড়াও ১নং খট্টেশ্বর সদর ইউনিয়নের সিল নাহিদ আক্তার সিদ্দিক ওরফে নয়ন উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর