পাবনায় বাংলাদেশর কমিউনিস্ট পার্টির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাবনায় বাংলাদেশর কমিউনিস্ট পার্টির ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৬ মার্চ) সকাল ১১টায় দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশর কমিউনিস্ট পার্টি বার্ষিকী জেলা শাখার উদ্যোগে এক র‌্যালিবের করা হয়। পার্টির ব্যানারসহ জাতীয় এবং পার্টির লাল পতাকাসহ পার্টির নেতৃবৃন্দ র‌্যালিতে বিভিন্ন স্লেগান সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালিতে সিপিবির বিভিন্ন উপজেলা থেকে অগতদের মধ্যে অংশ গ্রহন করেন, সিপিবির পাবনা জেলা কমিটির সাবেক সভাপতি ক্ষেতমুর নেতা কমরেড সন্তেষ রায় চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আহসান হাবিব, তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি পাবনা জেলা শাখার সদস্য সচিব কমরেড আব্দুল জববার, কমরেড আব্দল কাদেরসহ অন্যন্য নেতৃবৃন্দ।

র‌্যালি পর্ব শেষে প্রেসক্লাবের সামনে এর সংক্ষিত সমাবেশে বক্তব্য রাখেন, পার্টির জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক।

তিনি বলেন, দেশে সুষ্ঠা নির্বাচনের স্বাথে চলমান গণতান্ত্রিক আন্দালনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর