ধোবাউড়ায় সেচের ট্রান্সফরমার চুরির হিড়িক, সেচ সংকটে কৃষক

ময়মনসিংহের ধোবাউড়ায় হঠাৎ বিএডিসির সেচের ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। এতে বিপাকে পড়েছে কৃষক। গত কয়েক দিনে ধোবাউড়া সদরের আশেপাশে অন্তত ১০ টি ট্রান্সফরমার চুরি হয়েছে। বিদ্যুৎ সংযোগ থাকা সত্তেও কিভাবে এসব ট্রান্সফরমার চুরি হয়েছে এ নিয়ে জনগণের মনে রয়েছে নানান প্রশ্ন।

সরেজমিনে গিয়ে বিভিন্ন এলাকায় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, শিবানন্দখিলা সুনীল চেয়ারম্যানের বাড়ি আকবর আলী মাষ্টার ও শ্যামল চন্দ্রেরসহ তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এদিকে, দেবাল হযরত আলী মেম্বারের ভাই জহিরুল ইসলামের ট্রান্সফরমারটিও চুরি হয়েছে।

এছাড়া গোয়াতলা গোবিন্দপুর, সেনপাড়া ভুট্টা, খড়িয়াসহ বিভিন্ন এলাকা থেকে চুরি হয়ে গেছে বিএডিসি কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত সেচের ট্রান্সফরমার। এতে ফসলে পানি দেওয়া নিয়ে চরম বিপাকে পড়েছে কৃষক।

এ ব্যাপারে হাজংপাড়া গ্রামের কৃষক শামসুদ্দিন বার্তা বাজারকে জানান, যেভাবে ট্রান্সফর চুরি হচ্ছে তাতে কৃষকরা বুরো ফসল নিয়ে হতাশায় রয়েছে। এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় কৃষকরা।

এবিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ধোবাউড়া সাব জোনাল অফিসের এজিএম আলীমুন রেজা তুহিন বার্তা বাজারকে বলেন, চুরির ঘটনাটি সত্য। আমরা প্রতিটি চুরির পরই থানায় ডায়েরী করেছি। পুলিশ যদি ব্যবস্থা নেই তাহলে রোধ করা সম্ভব।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বার্তা বাজারকে জানান, এ বিষয়ে সাধারণ ডায়েরী হয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।।

আনিসুর রহমান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর