সাভারে সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): ঢাকার সাভারে একটি নির্মানাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধায় সাভারের মজিদপুরে জাহাঙ্গীরের মালিকানাধীন নির্মানাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভিতর থেকে কাঠ-বাঁশ বের করার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালায়। তবে প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায় নি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এব্যাপারে সাভার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা লিটন আহমেদ জানান, ধারনা করা হচ্ছে সেপটিক ট্যাংকের ভিতর জমে থাকা বিষাক্ত গ্যাসের কারনে নিশ্বাস বন্ধ হয়ে ওই নির্মান শ্রমিকদের মৃত্যু হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর