১৫ মে’র মধ্যে শর্তে সম্মতি না দিলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল

আগামী ১৫ মে’র মধ্যে হোয়াটসঅ্যাপ নতুন নীতিতে সম্মতি না জানালে ব্যাবহারকারীদের অ্যাকাউন্টটি বাতিল হয়ে যাবে। বাতিলের ১২০ দিন পর সেই অ্যাকাউন্ট পুরোপুরি ডিলিট করে দেওয়া হবে।

ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য হোয়াটসঅ্যাপের যে নতুন নীতি চালু করা হয়েছে তাতে সম্মতি জানানোর জন্য অ্যাকসেপ্ট বাটন রয়েছে তাতে ‘ক্লিক’ না করলে ব্যবহারকারীরা কয়েকদিন হোয়াটসঅ্যাপ কল ও নোটিফিকেশন পাবেন। তবে কোন মেসেজ পড়তে ও পাঠাতে পারবেন না। সেক্ষেত্রে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের নতুন নীতিতে সম্মতি জানাতে হবে অথবা চ্যাট হিস্ট্রি ডাউনলোড করে অন্য মেসেজিং অ্যাপে ব্যবহার করতে হবে।

যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার নতুন নীতি কার্যকর করতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বদ্ধপরিকর। সেই নীতিতে সম্মতি জানানোর জন্য ব্যবহারকারীদের সময় ১৫ মে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে যদি কোনো ব্যবহারকারী সম্মতি না জানান, তাহলে তাকে আর নতুন করে সময় দেওয়া হবে না।’

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর