সিংড়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নাটোরের সিংড়ায় চামারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদকসহ কয়েকজনকে আসামী করে সিংড়া থানায় মিথ্যা অভিযোগ করায় শুক্রবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১১টায় বাহাদুরপুর বটতলা এলাকায় মানববন্ধন করেছে শত শত এলাকাবাসী।

বক্তারা বলেন, চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে রবিউল করিম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষে মিথ্যা মামলা দিয়েছে বলে অভিযোগ করেন। অপরদিকে তাঁর ইউনিয়ন আওযামী লীগের সহ-সভাপতি পরিচয় দেওয়ার এখতিয়ার নাই বলে দাবি করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেদার হোসেন, সেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক হামিদুল ইসলাম হিরো, ইউপি সদস্য আরিফুল ইসলাম আরিফ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল হক, সাধারন সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ, রাজিব প্রমূখ।

রবিন খান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর