কুষ্টিয়ায় দুর্ঘটনা কবলিত ট্রেনের উদ্ধার কাজ শুরু

কুষ্টিয়া স্টেশন সংলগ্ন মিলপাড়া এলাকায় দুর্ঘটনা কবলিত মালবাহী ট্রেনের উদ্ধার কাজ শুরু হয়েছে। শুক্রবার (৫ মার্চ) বিকেলে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসার পর এ উদ্ধার কাজ শুরু করা হয়।

পাকসী বিভাগীয় রেল ব্যবস্থাপক শাহিদুল ইসলাম বলেন, এরই মধ্যে শান্টিং এর কাজ শেষ হয়েছে। অর্থাৎ ভাল থাকা বগিগুলো টেনে এনে রাখা হয়েছে কুষ্টিয়া কোর্ট স্টেশনে। এখন চলছে রিরেল এর কাজ। সব মিলিয়ে রাত ১০টা থেকে ১১টা লাগতে পারে উদ্ধার কাজ শেষ হতে।

এ দিকে, দুর্ঘটনার কারণে কুষ্টিয়া থেকে রাজবাড়ী সঙ্গে সকল ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, দুপুর দেড়টার দিকে গমভর্তি মালবাহী ট্রেনটি মোট ২২টি বগি নিয়ে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ফরিদপুরের উদ্দেশ্য যাচ্ছিল। হঠাৎ কুষ্টিয়া স্টেশন সংলগ্ন মিলপাড়া এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে রেলওয়ে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও মালবাহী ট্রেনের মাঝের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

তামীম/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর